আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর বাজারে আফজাল হোসেন নামে এক ব্যবসায়ি এই ঘরটি নির্মাণ করছেন।
জানা যায়, দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অবগত না করেই দুলিশ্বর বাজারের সরকারি ওই জায়গায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এতে করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসায়ীরা মনে করেন তার দেখাদেখি অন্যরাও বাজারে থাকা সরকারি খাস জায়গায় আরো দোকান নির্মাণ করবে।
ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় একটি নতুন দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, জায়গাটি সরকারি খাস জায়গা। সরকার থেকে লীজ না নিয়েই দোকান নির্মাণ শুরু করেছে। জানি না বাজারে থাকা খাস জায়গা দখল করে কোন সময় কার ক্ষমতায় দোকান ঘর নির্মাণ করে।
এবিষয়ে দোকান ঘর নির্মানকারী আফজাল হোসেন জানান, এই বাজারে বিভিন্ন সরকারি খাস জায়গা দখল করে অনেকে দোকান দিয়ে বসে আছে। তাই তাদের দেখাদেখি আমিও দোকান ঘর নির্মাণ করছি।
এ ব্যাপারে দেশিগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা মোস্তাগির কবির জানান, সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণ বিষয়ে জানার পরে সেখানে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কাজ চলমান থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।