সিরাজগঞ্জ তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্পাদকমন্ডলীর সভাপতি মরহুম রহমত উল্লাহ স্মরণে র্য্যারী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৭ আগষ্ট) সকালে চলনবিল বার্তা পরিবারের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাস, সাংবাদিক মেহেরুল ইসলাম বাদল, শফিউল ইসলাম বাবলু, অধ্যাপক সাব্বির আহমেদ, জাকির আকন্দ, গোলাম মোস্তফা, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান প্রমূখ।
Please follow and like us: