আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে শহীদ বীর মুক্তিযোদ্ধা হীরালাল গোস্বামীর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
(১৯ আগস্ট) শুক্রবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ডের আয়োজনে পৌর শহরের গোস্বামীর বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম’র সভাপতিত্বে ম্যুরালের ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।