আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে দুগ্ধ জল স্নান উৎসব পালিত হয়েছে।
সোমবার (৩০ শ্রাবণ) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ ঘোষের পরিচালনায় তাড়াশ শ্রী শ্রী রাধা গৌবিন্দ কেন্দ্রীয় মন্দির চত্বরে দুগ্ধ জল স্নান উৎসবের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রী শ্রী কপিলেশ্বর শিব মন্দিরে পূজা, হোম যজ্ঞ, ধর্মীয় কির্তন ও দুগ্ধ জল স্নান উৎসব নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
এই শ্রাবণ মাসে শিব ভক্তরা উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন।
Please follow and like us: