সিরাজগঞ্জের তাড়াশে এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন( ৬৫) নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে শনিবারে বিকেলে উপজেলার হামকুড়িয়া গ্রামের শেখ পাড়ায়। আমজাদ হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মেয়েটি চলনবিলের মধ্যে পানিতে শাপলা তোলার জন্য গেলে হাজী আমজাদ তাকে শাপলা তুলে দেওয়া কথা বলে নৌকাতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি কান্নাকাটি করায় ছেড়ে দেয়। তারপর মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি বলে দেয়। মেয়েটির বাবা এলাকার লোকজনকে বললে সবাই গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আমজাদ কে ধরে মারধর করে। পরে তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।