সিরাজগঞ্জ তাড়াশে সাংবাদিককে পত্রিকার কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাব্বির মির্জার বিরুদ্ধে। তিনি উপজেলার দিঘী-সগুনা গ্রামের বকুল মির্জার ছেলে।
ভুক্তভোগী তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘প্রায় দুই বছর আগে আমার কাছ থেকে সাব্বির মির্জা পত্রিকার কার্ড করে দিবে বলে ৭ হাজার নিছে। এরপর আমােক পত্রিকার কার্ড করা দেওয়ার কথা বলে ঘুরাচ্ছে। আজও আমাকে কার্ড করে দেইনি। আমি তার ফেসবুক মেসেঞ্জারে টাকা ফিরত চাইলে তাও দেয়নি। সে এই টাকা ফিরত দেওয়ার নামে আমাকে অনেক হয়রানী করেছে। কিন্তু এ পর্যন্ত টাকা ফেরত দেয়নি।
এবিষয়ে সাব্বির মির্জার কাছে জানতে চাইলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।
Please follow and like us: