আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানীর অভিযোগ উঠেছে । এমন অভিযোগ রোগীর ভাই মো: জাহিদুল ইসলাম (ঝন্টু)’র। তিনি তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের বাসিন্দা।
জাহিদুল ইসলাম লিখিত অভিযোগ করে বলেন, গত ২ জুলাই শনিবার সকালের দিকে আমার বড় বোন মোছা: শারমিন খাতুন গুরুত্বর অসুস্থ হওয়ায় তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। জরুরি বিভাগে নিয়ে যাওয়া পর কর্তব্যরত স্যাকমো রোগীকে হাসপাতালে ভর্তি করার কথা বলেন। আমি হাসপাতালে ভর্তির জন্য জরুরি বিভাগে একটি ষ্টেচার চাইলে তারা আমাকে বলেন আউটডোরে আছে দেখেন। আউটডোরে গেলে বলেন জুরুরি বিভাগে আছে দেখেন। আবার জরুরি বিভাগে গেলে বলেন হাসপাতালের তিন তলায় আছে দেখেন। তিন তলায় গেলে বলেন আউটডোরে যান। তাদের এমন হয়রানী আচরন দেখে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রুমে যাই, সেখানে গিয়ে তাকে পাইনা। আমি অন্যন্য রুমে গিয়েও কোন প্রতিকার পাইনা। অবশেষে অটোভ্যানে করে আমার বোনকে আউটডোরে নিয়ে যাই।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: মনোয়ার হোসেন বলেন, এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানীর অভিযোগ উঠেছে । এমন অভিযোগ রোগীর ভাই মো: জাহিদুল ইসলাম (ঝন্টু)’র। তিনি তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের বাসিন্দা।
জাহিদুল ইসলাম লিখিত অভিযোগ করে বলেন, গত ২ জুলাই শনিবার সকালের দিকে আমার বড় বোন মোছা: শারমিন খাতুন গুরুত্বর অসুস্থ হওয়ায় তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। জরুরি বিভাগে নিয়ে যাওয়া পর কর্তব্যরত স্যাকমো রোগীকে হাসপাতালে ভর্তি করার কথা বলেন। আমি হাসপাতালে ভর্তির জন্য জরুরি বিভাগে একটি ষ্টেচার চাইলে তারা আমাকে বলেন আউটডোরে আছে দেখেন। আউটডোরে গেলে বলেন জুরুরি বিভাগে আছে দেখেন। আবার জরুরি বিভাগে গেলে বলেন হাসপাতালের তিন তলায় আছে দেখেন। তিন তলায় গেলে বলেন আউটডোরে যান। তাদের এমন হয়রানী আচরন দেখে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রুমে যাই, সেখানে গিয়ে তাকে পাইনা। আমি অন্যন্য রুমে গিয়েও কোন প্রতিকার পাইনা। অবশেষে অটোভ্যানে করে আমার বোনকে আউটডোরে নিয়ে যাই।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: মনোয়ার হোসেন বলেন, এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।