তাড়াশে বন্যাপরবর্তী চাষের জন্য বাড়ির উঠানে ৩৬ জাতের ধানের বীজতলা করেছেন কৃষকেরা। তারা ভাদ্র মাসের শেষের দিকে এ সুগন্ধি ধানের চাষাবাদ শুরু করবেন।
পৌর এলাকার আসানবাড়ি গ্রামের কৃষক শাহালম, জিল্লুর রহমান ও তাড়াশ সদর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ৩৬ জাতের ধান কোমর অবদি লম্বা হয়। ফলে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এক বিঘা জমির ধানে ২০ থেকে ২২ মন ফলন হয়। তাছাড়া ৩৬ জাতের ধানের চাল চিকন ও সুগন্ধযুক্ত। যে কারণে দামেও ভালো।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, সাধারণত ৩৬ জাতের ধান বোরো মৌসুমের। কিন্তু স্থানীয় কৃষকেরা বাড়তি ফসল হিসাবে বর্ষা মৌসুমে চাষ করে থাকেন।
Please follow and like us: