ভাংগুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনা জেলার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে “ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং” এ সম্পূর্ণ জামানত বিহীন এবং নিঃশর্তে “আউটলেট রিলেশন অফিসার” পদে চুক্তি ভিত্তিক বেশ কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগ প্রদান করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম এস,এস,সি।
বেতনঃ কমিশন ভিত্তিক।
সংখ্যাঃ ৪ জন।
আগ্রহীদের সি,ভি সহ নিন্মের ঠিকানায় অতি সত্তর সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড,
এজেন্ট ব্যাংকিং।
এজেন্টঃ রোমিও ডিজিটাল ফটোস্ট্যাট এন্ড কসমেটিকস।
কালাম মার্কেট, চন্ডিপুর বাজার শাখা।
ভাংগুড়া, পাবনা।
মোবাইলঃ ০১৭৪০-৬১২৪০৫
Please follow and like us: