এস এম শিমুল, স্পেশাল করেসপন্ডেন্ট, সময়ের সংবাদঃ
দেবীকে প্রাণ ভরে দেখার দিন আজ। মন্ডবে মন্ডবে ছুটে চলছে দেবী দূর্গার মায়ের ভক্তরা। মায়ের অন্তিম দিনে নানা আয়োজনে চলছে পূজার আয়োজন।পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন দলের রাজনীতি ব্যক্তিদের উপস্থিতি দেখা যাচ্ছে লক্ষণীয়ভাবে। নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেকে পরিচিতি করে চলেছে। আজ সন্ধ্যায় আরতি তাই সকাল সকাল পূজার আয়োজন লক্ষ করা গেছে।
গত বছরের চেয়ে এ বছরের পূজার আয়োজন একটু কম পরিলক্ষিত হচ্ছে। মহামারী করোনার জন্য সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে চলছে পূজার আয়োজন। বৃহত্তর চলনবিল বেষ্টিত পাবনা-সিরাজগঞ্জ জেলার বেশকিছু পূজা মন্ডপের মধ্যে তেলিপাড়া পূজা মন্ডপ, মিছমেথুইর পূজা মন্ডপ, নওগাঁ পূজা মন্ডপ,বৃরায়নগর পূজা মন্ডপ,বাঘলবাড়ি পূজা
মন্ডপ ও হান্ডিয়াল পূজা মন্ডপের আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বৃহত্তর চলন বিলের বিশিষ্ট সাংবাদিক, লেখক, সাহিত্যিক ও ফিচার কলামিস্ট এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সময়ের সংবাদ” এর বিশেষ প্রতিনিধি এস এম শিমুল ও সাংবাদিক হেলাল উদ্দিন, ডাক্তার পি.কে.দাশ (এম.বি.বি.এস) কনসালটেন্ট এন্ড শিশুরোগ বিশেষজ্ঞ- ঢাকা শিশু হাসপাতাল।
পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পূজার আয়োজন অব্যাহত রয়েছে। কাল মহা বিজয় দশমী ভক্তদের কাঁদিয়ে কৈলাশে চলে যাবেন মা দেবী দুর্গা।