শরিফ,নিজস্ব প্রতিবেদক,ভাঙ্গুড়া,(পাবনা) সময়ের সংবাদঃ
প্রসংশার জোয়ারে ভাসছেন খানমরিচ ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী শরিফ আহমেদ (মুসা)। এবার ৪র্থ ধাপ সহ মোট ২০০ পরিবারের মাঝে চাল,ডাল,আলু বিতরন করলেন তরুন নেতা, অসহায় মানুষের পরিচিত মুখ মুসা। ৪র্থ ধাপে এান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন খানমরিচ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ,বিশিষ্ট ব্যাবসায়ী রফিক,সিকেবি আলিম মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম সহ সমাজ সেবক আব্দুল কুদ্দুস। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশে দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে। করোনার কারনে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিপাকে পড়া সেই সব মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন নেতা খানমরিচ ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর মেম্বর পদপ্রার্থী শরিফ আহমেদ (মুসা) । তিনি নিজ পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খানমরিচ ইউনিয়নের ২০০ জন এর বেশি অসচ্ছলু পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে সহায়তা করেন। আলাপকালে জানা গেছে, এ খাদ্র্য দ্রব্য দিয়ে বেশ ভালো ভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন তারা। এ প্রসঙ্গে শরিফ আহমেদ মুসা বলেন, করোনার প্রকোপে কেউ ভালো নেই। লক ডাউনের কারনে কাজ বন্ধ রয়েছে। যার কারনে অসুবিধায় পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। তাই দেশের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এ সহায়তা ত্রাণ নয় আমার পক্ষ থেকে ঈদ উপহার, ভালোবাসা। সামনেই ঈদ অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। তাদের ঈদ উপহার দিলাম। যার যার সামর্থ্য অনুযায়ী আপনারাওু আপনাদের অসচ্ছল প্রতিবেশীর পাশে দাঁড়ান। ঘরে থাকুন নিরাপদে থাকুন। নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।