তানোর প্রতিনিধি:
রাত পোহালেই ঈদ। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের ন্যায় এবারো ওয়ার্ড মেম্বার আবু সাইদের পক্ষ থেকে তরুণ প্রবীণদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই চিনি ও গেঞ্জি বিতরণ করা হয়েছে। আজ(গতকাল) রবিবার বিকেলে কলমা ইউনিয়নের মালবান্দা গ্রামে এইসব সেমাই চিনি ও গেঞ্জি বিতরন করা হয়। জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের ৬নং মালবান্দা ওয়ার্ড মেম্বার আবু সাঈদের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভাইভাই অটো রাইচ মিলের সৌজন্যে এলাকার প্রায় দেড়শো জন তরুণ ও প্রবীণদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি ও গেঞ্জি বিতরন করেন মেম্বার আবু সাইদ। এছাড়াও মহামারি করোনা ভাইরাস আশার পর থেকে এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে মেম্বার আবু সাঈদের পক্ষ থেকে চাল ডাল আটাসহ ঈদ সামগ্রী হিসেবে কাপড় লুঙ্গি ও সেমাই চিনি সহ নগদ অর্থ বিতরণ করে আসছেন মেম্বার আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন, কলমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহম্মেদ, সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানভীর ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।