সময়ের সংবাদঃ
আল্লাহ ফরজ করে দেওয়া দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য সুখের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। চট্টগ্রামের সর্বস্তরের সকল মানুষ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবেন। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
প্রিয় চট্টগ্রামবাসী, আসুন করোনা প্রতিরোধে কেনাকাটা ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মহান আল্লাহর কাছে পৃথিবীর সকল মানুষদের জন্য দোয়া প্রার্থনা করি। ঈদের দিন সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করি। কোলাকুলি করা থেকে বিরত থাকি।
সবাই ঘরে থাকুন
নিরাপদে থাকুন
শুভেচ্ছান্তে:
আনিসুর রহমান
চট্টগ্রাম প্রতিনিধি।
Please follow and like us: