সময়ের সংবাদঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “সময়ের সংবাদ” চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সাংবাদিক আব্দুল করিম চট্রগ্রাম সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকি। তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। বিশেষ করে প্রবাসী দের কথা স্বরন করেন তিনি।
সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশার নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর।তবে এই বছরের ঈদ টা হচ্ছে একটু অন্য রকম এই করোনা ভাইরাসের কারনে এই বার ঈদে আমরা পোরপুরি ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারছিনা। তবে এই ঈদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা সবাই ঈদের নামাজ পরব, সামাজিক দিরুত্ব টা বজায় রেখে। এই ঈদের জামাত কোনো ঈদগাহ তে হবে না বলে তিনি জানিয়েছেন। প্রয়োজনে এক মসজিদে হবে অনেক বার জামাত তবুও দুরুত্ব বজায় রাখবেন সবাই সবার কাছে বিষেশ অনুরুদ এটা। এই করোনার ভাইরাসের মোকাবিলা করার জন্য আমরা সবাই ঘরে থাকি নিরাপদে থাকি আপন জন কে নিরাপদে রাখিব। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।