মোঃমোঃআব্দুল আলিম খাঁন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গার থানার ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার ফরিদুল ইসলাম (ফরিদ) এর নামে গত ১৫ই মে পর থেকে অনলাইন নিউজ পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে,অপ্রচার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন-বড়গোজাঁ গ্রামের মিহির উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম। তার প্রেক্ষিতে ফরিদ মেম্বার গত ২২ মে সকাল ১২ ঘটিকার সময় প্রেসক্লাব হাটিকুমরুল হাইওয়ে থানার হলরুমে গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে,তার বিরুদ্ধে করা অপপ্রচারের তিব্র নিন্দা,প্রতিবাদ জানিয়ে ফরিদ মেম্বার বলেন গ্রামের কতিপয় লোকজন অসাদু ব্যাক্তি আমার এবং আমার পরিবারের সম্মান হানি করার লক্ষে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী যে লিখিত অভিযোগ করেছে তা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রনোদিত তাদেরকে অযৌক্তিক দাবী না মানার কারনে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করবো সত্য সংবাদ প্রকাশ করবেন।ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রকাশ করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্ন বিদ্ধ করবেন না।
এ বিষয়ে ২৩ই মে গনমাধ্যম কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরানো ফরিদ মেম্বারের বিরুদ্ধে অভিযোগ গুলোর সত্যতা যাচাই করতে গেলে গ্রামের সুভিধাভোগীরা বলেন- মৃত ওসমান এর স্ত্রী কমেলা খাতুন,মৃত হারান আলীর ছেলে রওশন আলী,শাহেদ আলীর আব্দুর রাজ্জাক, মান্নান মিয়ার ছেলে এরশাদ, ইউছুফ আলীর স্ত্রী সুলতানা,মৃত জহিরুল এর স্ত্রী পারভিন খাতুন, মৃত দবির উদ্দিনের স্ত্রী জবেদা খাতুন, শাহেদ আলীর ছেলে আমিরুল ইসলাম সর্ব সাং ফরিদ মেম্বার আমাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। কারু কাছ থেকে নিয়েছে এ ধরনের অভিযোগ শুনিনি। এলাকার এক ধরনের কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল এর জন্য ফরিদ মেম্বার এর বিরুদ্ধে অপপ্রচার চালায়, এবং এলাকায় তার ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করে।