নিজস্ব প্রতিবেদক:
পাবনার চাটমোহরে “মানবতার সেবক” নামক সংগঠন থেকে ২২-০৫-২০২০ ইং তারিখে চাটমোহর পৌর এলাকা সহ বোয়ালমারী,মথুরাপুর,দাথিয়া,চড়ইকোল,জাবরকল ও দোদারিয়ার বেশ কিছু অসহায় ৮০ টি পরিবারের কাছে “ঈদ উপহার-২০২০” পৌঁছে দেওয়া হয়েছে।
গত কিছুদিন ধরে সংগঠনটির সদস্যগণ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষন করে প্রকৃত অসহায় মানুষদের খুঁজে বের করেছে এবং আজ সংগঠনটির সদস্যগণ সকাল থেকে সারা দিনব্যাপী বিভিন্ন টিমে ভাগ হয়ে সাহায্য পৌছে দিয়েছে সেই ব্যক্তিদের বাড়ি গিয়ে গিয়ে।
“ঈদ উপহার” এর প্যাকেজে ছিলো পোলাও চাল,তেল,সেমাই,চিনি,আটা,দুধ,সাবান ও শ্যাম্পু।
সময়ের সংবাদ প্রতিনিধি কে মানবতার সেবক সংগঠনের সদস্যরা যানান যে,
ইতিপূর্বেও মানবতার সেবক সংগঠনটি থেকে “করোনায় রুখবো ক্ষুধা” ও “ইফতার উপহার-২০২০” নামে দুইটি ইভেন্ট করা হয়েছিলো যার মাধ্যমে প্রায় দুইশটির পরিবার কে সাহায্য পৌছে দেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যগণ।