নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৪ এর পরিচালক, অতিরিক্ত ডিআইজি আলহাজ¦ মোজাম্মেল হক (বিপিএম,পিপিএম) সাহেব সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় রোগ মুক্তি কামনায় তার নিজ জন্ম ভূমি মূলগ্রাম ইউনিয়নে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় (রেলবাজার) জামে মসজিদে শিক্ষক ও উদীয়মান ব্যবসায়ী আমজাদ হোসেনের উদ্যোগে এলাকার যুব সমাজের অংশ গ্রহনে ইফতার পুর্ব দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্যানাসিয়া এ্যাগ্রোভেটের পরিচালক এসএম আজিজুল হক, ডাস বাংলা ব্যাংকের এড়িয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস, শিক্ষক খবির উদ্দিন খোকন, জাকির হোসেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সেলিম সরকার, এনজিও কর্মী আব্দুল মতিন, ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি লিটন হোসেন, পোল্ট্রী খাদ্য ব্যবসায়ী শাহিন আলম, দলীল লেখক নয়ন সরকার, শিক্ষক আলম হোসেন, মাসুদ রানা, মিলন মল্লিক, রন্জু লতিফ(কালের কন্ঠ) সহ আরো অনেকে উপস্তিত ছিলেন।
ইফতার পূর্ব মোজাম্মেল হকের করোনা মুক্তিতে ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, আটঘরিয়া সরকারি কলেজের প্রভাষক ইব্রাহিম খলিল।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ছাত্রনেতা ফারুক হোসেন।