বিধান চন্দ্র রায়,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল জেলা সদরের শিবপুর বড়শিলা এলাকায় শনিবার ২৩ মে বিকেলে মামুন মাহিম পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুনে (ঢাকা মেট্রো-টাঙ্গাইল-জ-১১-০১২৬) একটি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই মামুন মাহিম পরিবহনের একটি বাসে আগুন দেখে স্থানীয়রা টাঙ্গাইল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিট অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার
মোঃ সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল সদর বড়শিলা শিবপুর এলাকায় মামুন মাহিম পরিবহন বাসে আগুন লাগার সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কোন কারন জানা যায়নি