এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে গতকাল ২১ মে রাত ১১ টার উপজেলার শ্যামগঞ্জ রোডের কাউরাট চকবাজার এলাকা থেকে হৃদয় , ইমাম , নিক্সন , আয়নাল নামে চার ব্যক্তিকে দেশীয় অস্ত্র খেলনা পিস্তল সহ ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় হাতেনাতে আটক করা হয় । গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, হৃদয় নিক্সন এবং আয়নালের বাড়ি মেসি ডেঙ্গি গৌরীপুর, জেলা- ময়মনসিংহ। গ্রেফতারকৃত ইমামের বাড়ি চল্লিশা মেসি ডেঙ্গি গৌরীপুর ।
শুভ নামসহ অজ্ঞাত দুই-তিনজন পালিয়ে যায়।
এ বিষয়ে গৌরীপুর সার্কেলের এডিশনাল এসপি সাখের সিদ্দিকী জানান, এ বিষয়ে এডিশনাল এসপি সাখের হোসেন সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয় এবং আটককৃত ব্যক্তিরা প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা পুলিশের কাছে স্বীকার করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।