বিধান চন্দ্র রায়,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ সদস্য ও ঢাকাফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
তারা হলেন– পুলিশ সদস্য জালাল উদ্দিন (৫৮) ও পৌরশহরের ডুবাইল গ্রামের যুবক আবুল কাশেম (২৮)।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জনে দাঁড়াল।
শুক্রবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত ১৭ ও ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার ঢাকাফেরত যুবক ও শুক্রবার সকালে পুলিশ সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে। একই সঙ্গে যুবলীগ নেতা মেহেদী হাসান টগরের দ্বিতীয়বার নমুনা পরীক্ষার রিপোর্টেও পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, খবর পেয়ে ঢাকাফেরত ওই যুবকের বাড়ি লকডাউন করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছি।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্যের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।