মোঃ আলী হাসান:
জামালপুর উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের শিক্ষার্থী এবং প্রধান শিক্ষিকা মোছাঃ আফরোজা আক্তারের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর কারণে অসহায় হয়ে পড়া পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
করোনার কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার। আর মানবেতর জীবনযাপন করছে এমন ৭২টি পরিবারে জামালপুর উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষিকা মোছাঃ আফরোজা আক্তারের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, আতব চাল, চিনি, গুঁড়া দুধ, মুড়ি, সাবান, বাদাম ও কিচমিস।
আজ শুক্রবার (২২ মে) জয়পুরহাট জেলার জামালপুর দুধিয়াপাড়ায় জামালপুর উচ্চ বিদ্যালয়ের ২০১১ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় এবং প্রধান শিক্ষিকা মোছাঃ আফরোজা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পূর্ন করে।