চাঁপাইনবাবগঞ্জ:
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭’শ ২৩টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মসজিদের ইমাম ও সভাপতির হাতে অর্থ তুলে দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম। এসময় ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে সর্বমোট ৩৬ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
Please follow and like us: