মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ত্রাণ তৎপরতায় তিনি সরাসরি অংশ গ্রহন করেছেন।
গত ১৯ মে থেকে শরীরে একটু জ্বর অনুভব করলে বাইরে যাওয়া বন্ধ করে দেন এবং করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। বৃহস্পতিবার রাতে তাকে স্বাস্থ্য বিভাগে পক্ষ থেকে জানানো হয় রিপোর্টে তার করোনা ভাইরাস পজিটিভ।
মেয়র মহিউদ্দিন আহম্মেদ সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি যেহেতু ইতিমধ্যে জেলার অনেকের করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে সেহেতু সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতেও অনুরোধ করেন মেয়র।
মেয়র মহিউদ্দিন আহম্মেদ বর্তমানে তার বাসভবনে আইসোলেশনে রয়েছেন, সেখানেই তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।