ডেস্ক নিউজ:
বাংলাদেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’র আলোচনা দিয়ে নিজের ফেইসবুক লাইভ শো-র শেষ পর্ব করার ইচ্ছে ছিল তামিম ইকবালের। শনিবার শেষ হচ্ছে তামিমের নিয়মিত ফেইসবুক লাইভ শো। তবে সেটি সাকিব আল হাসানকে ছাড়াই। তামিমের আমন্ত্রণে সাকিব ‘না’ বলে দেওয়ায় অন্য চার জনের আলোচনা দিয়ে শেষ হবে ‘তামিম শো’।
তামিম ইকবালের ফেইসবুক লাইভ শো-তে সাকিব কবে আসবেন, এনিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছিল। সাকিব কেন আসছেন না বা তামিম কেন আমন্ত্রণ জানাচ্ছেন না সাকিবকে, এনিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছে। তামিম তার শেষ পর্ব করার ঘোষণা দিয়ে জানিয়েছেন, সাকিব ব্যক্তিগত কারণে তার আড্ডায় থাকছেন না।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ফেইসবুক লাইভ শো-তে যুক্ত ছিলেন তামিম। আড্ডা শেষে বিদায় নেওয়ার সময় তামিম তার শো-র শেষ পর্ব করার ঘোষণা দেন।
বলেন, ‘আমরা আমাদের শো-র অলমোস্ট শেষ দিকে। একটু বলতে খারাপও লাগছে। কারণ আমি যত দিন এই শো করেছি, আমি খুবই উপভোগ করেছি। আমাদের শেষ পর্ব হবে শনিবার। আশা করি আপনারা সবাই এটি দেখবেন। ’
এরপরই বললেন সাকিব প্রসঙ্গে, ‘একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই, আমি অনেককেই দেখেছি, সাকিব কখন শো-তে আসবে এ নিয়ে আলোচনা করতে। যে জিনিসটা হলো আমি তার সঙ্গে প্রায় ১০-১২ দিন আগে যোগাযোগ করেছিলাম। কারণ শেষ শো-টা আমরা এক সঙ্গে পাঁচ জন মিলে করব। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছে ছিল। দুর্ভাগ্যবশত হয়তো বা তার কোনো ব্যক্তিগত কারণে আমাদের সাথে যুক্ত হতে পারবে না। ’
তামিম সবার প্রতি অনুরোধ করেছেন সাকিবের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর। বলেন, ‘এটা নিয়ে বেশি আলোচনা করারও দরকার নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতে পারে আর এটা আমাদের সবাইকে সম্মান করা উচিত। তবে অন্য চার জনের কাছে আমি কৃতজ্ঞ, যারা এই জিনিসটি করতে রাজি হয়েছে। হয়তো বা আমরা পাঁচ জন এক সঙ্গে করতে পারব না। চার জন এক সঙ্গে করতে পারব। ২৩ তারিখে আমরা শেষ এপিসোড করব। আশা করি আপনারা উপভোগ করবেন। ’
আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান এখন সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন। পরিবারের সঙ্গে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।