ডেস্ক নিউজ:
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে বুধবার বাংলাদেশ ও ভারতে আঘাত হেনেছে সুপার সাইক্লোন ‘আম্পান’। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভ আলোচনায় যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এ সময় তিনি বাংলাদেশে আম্পানের আঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এদিন দুপুর ৩টায় শুরু হয় তামিমের লাইভ শো। শুরুতেই একে অপরের কাছে নিজ নিজ দেশের করোনা পরিস্থিতি জানতে চান দুজন।
উইলিয়ামসন এ সময় বলেন, ‘বাংলাদেশের মানুষ আশা করি করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। সাইক্লোন আঘাত হানার কথাও শুনলাম। আশা করি সবাই সুস্থ ও ইতিবাচক আছে। ’
তামিম উইলিয়ামসনকে জানান, ভারতে যতটা ভয়াবহভাবে আঘাত হেনেছে আম্পান, বাংলাদেশে সে তুলনায় ভয়াবহতা কম। এরপর দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন তামিম।