ডেস্ক নিউজ:
শিক্ষামন্ত্রী দীপু মনিকে রাজধানীর একটি সুপার শপের অপেক্ষমাণ ক্রেতাদের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ধানমন্ডির ওই সুপার শপের সামনে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে। অনেকে তার এ কাজের প্রসংশা করছেন।
বৃহস্পতিবার ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারে প্রবেশের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে সর্বসাধারণের সাথে লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপা’।
ক্যাপশনে আরো জানানো হয়, ‘ম্যানেজার উনাকে লাইন ভেঙ্গে আগে যাওয়ার কথা বললেও উনি অস্বীকৃতি জানান’।
এর আগেও বিভিন্ন সমেয় সাধারণ মানুষের সারিতে দাঁড়িয়ে কাজ সারতে দেখা গেছে দীপু মনিকে।
Please follow and like us: