হাসান আহমেদঃ
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বিজয়পুর বাজারে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশন (বিএসএফ) এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে আদ্য সকাল ১০টা ৩০মিঃ এর সময় নগদ অর্থ বিতরন করা হয়। শাহরাস্তি উপজেলার বিভিন্ন সংস্থা এই নোভেল করোনা ভাইরাসের কারনে সৃষ্ঠ মহমারীতে খাদ্র দ্রব্য দিয়ে সহায়তা করে আসছে। যে কারনে বিএসএফ এর নির্বাহী পর্ষদ এই ব্যাতিক্রমী সিদ্ধান্ত গ্রহন করেন । সংগঠনের সভাপতি মাহবুব আলম এই বিষয়ে যুক্তি দেখান যে, সবাই খাদ্য সহায়তা প্রদান করে। কিন্তু ব্যাক্তিগত প্রয়েজনে যে অর্থের প্রয়োজন তা কোথায় থেকে পাবে। তাছাড়া ঈদুল ফিতর অতি নিকটে, যে কারনে আমাদের নগদ টাকা দেওয়া দরকার । সহ-সভাপতি ডাক্তার সুলতান আহমেদ বলেন চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন এই যুক্তিকে আমরা নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাইদ স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, বিতরনসহ সার্বিক বিষয়টি পত্যক্ষভাবে সম্পন্ন করেন। নির্বাহী পরিচালক তোফাজ্ঝল হোসেন চুকুরির কারনে ঢাকায় অবস্থান করেন যে কারনে তিনি এই টাকা বিতরন কালে উপস্থিত হতে পারেননি।ঢকায়তে থেকেই এই বিষয়টি পর্যালোচনা, অর্থসংগ্রহ ও বিতরন প্রক্রিয়া দেকপাল করেন। এই বিষয়ে সহ ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ সৌদি আরবে থেকে ফাউন্ডেশনের সকলকে এই কাজে সার্বিকভাবে সাহস যোগিয়েছেন এবং অর্থ সংগ্রহের কাজে সহায়তা করেছেন। এই বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক হাসান আহমেদ বলেন যে যেখানেই থাকুক না কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাড়ানো। আমরা মানুষের পাশে সহায়তার হাত নিয়ে সকল সময় থাকব। টাকা বিতরন কালে উপস্থিত ছিলেন বিএসএফের সহ-সভাপতি ডাঃ সুলতান আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাইদ,সম্মানিত সদস্য সবুজ, জুলফিকার, সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।