শাব্বীর আহমদ উসমানী:
সিলেট ব্যুরো প্রধান:বৈশ্বিক করোনা ভাইরাস কারণে দেশ যখন লকডাউনে এহেন পরিস্থিতিতে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ (বাহুবল শাখার) পক্ষ থেকে ধারাবাহিক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে গরীব-দুঃখী মেহনতী মানুষের ঘরে ঘরে।
আজ (২১ মে) বৃহস্পতিবার বাহুবলে তৃতীয় লিঙ্গের মানুষ তথা হিজরা সম্প্রাদায়কে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ (বাহুবল শাখা)।
ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ (বাহুবল শাখার) যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নোমান জানান, করোনা পরিস্থিতিতে আমরা সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছি,তারই ধারাবাহিকতায় আজ আমরা বাহুবলের তৃতীয় লিঙ্গের মানুষ তথা হিজরা সম্প্রাদায়ের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। তিনি আরো বলেন, দেশ-বিদেশ থেকে অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন যার কারণে আমরা সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি,আল্লাহ তাঁদের দানকে কবুল করুন৷আমিন৷
ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের (বাহুবল শাখার) যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সুজন, যুগ্ন আহবায়ক তৃষ্ণা আক্তার,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান নোমান,যুগ্ন আহবায়ক রিয়াজ আল মনজুর,সদস্য তোফায়েল আহমদ,সদস্য লিটন মাহমুদ,সদস্য এমরান আহমেদ সহ প্রমুখ।