সময়ের সংবাদ:
ঈদের দিনটা ঘনিয়ে আসছে । কিভাবে দিনগুলো যাচ্ছে বুঝতেই পারছিনা।এই ঈদটা হবে আমাদের দেখা সবচেয়ে ভিন্নরকম একটা ঈদ। প্রতিবারের মতো হয়তো অতটা পরিকল্পনা নেই কারো।
একদমই যে সবার খারাপ যাবে তাও কিন্তুু নয়।
কেউবা ঘরে বসে আয়োজন করবে বিলাসবহুল খাবার। ঘুরে বেড়াবে নিজের পারসনাল গাড়িটা করে।
কেউবা ঘরে মধ্যে বসে পানি পান করে পৃথিবীকে জানান দিবে বাঁচার আকুতি।
স্বচ্ছল পরিবারের শখটা মিটে যাবে ঠিকই।
অন্যদিকে অঝোরে কেঁদে দিনরাত পার করবে মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলেমেয়ে গুলি।
ঈদটা পালন করবে সবাই।
ভিন্ন পরিবেশে,ভিন্ন আঙ্গিকে।
আসুন না সবাই মানুষের পাশে দাঁড়াই।
Please follow and like us: