সময়ের সংবাদ:
করোনার ভয়াল থাবায় বৈশ্বিক পরিস্থিতি আজ বড্ড অস্থিতিশীল ও মহাসংকটময় এহেন অবস্থায় দেশের মানুষের জনজীবনেও দূর্ভোগ ও
দূর্দশা নেমে আসছে। দেশের অর্থনৈতিক চাকা প্রায় অচলাবস্থা।
পাশাপাশি সুপার সাইক্লোন আম্পান নামের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসেও মানুষ আতঙ্কিত ও হতাশাগ্রস্ত। খাদ্যসংকটেও দরিদ্র জনগোষ্ঠী হাহাকারে নিমজ্জিত। আসন্ন ঈদেও যেনো মানুষের আনন্দ হাসি ফুটে উঠেনি।
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষ গুলো অর্থ অভাবে ঈদ উৎসবে অপ্রস্তুত।
তবুও ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরকে সামনে রেখে সকল শ্রেণীপেশার, সকল বয়সি জণসাধারণকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ঈদ মোবারক এবং সমাজের স্বচ্ছল বিত্তবানদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করি, তারা যেনো দরিদ্র, ও নিম্নবিত্ত প্রতিবেশীদের ঈদ পালনে সাহায্য, সহযোগিতার হাত বাড়ান।
পরিশেষ ঈদ যেনো বয়ে আনে আপামর জনতার মুখে একচিলতে আনন্দ হাসি।