নিজস্ব প্রতিনিধি, শেখ মোঃ সাইফুল ইসলাম:
মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামে কিছু অসাদু মাটি ব্যবসায়িদের অসচেতনার কারনে করমদি থেকে শেওড়াতলা সড়ক এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের বিলপাড়ার সড়ক যেন এখন মরন ফাঁদ।
রাস্তার পাশের একটি গর্ত থেকে চলছে মাটি উত্তলনের কাজ। গর্ত থেকে মাটি কেটে টলিতে মাটি বহন করায় রাস্তার উপর পড়ছে ঐ কাঁদা মাটি।এই কারনে রাস্তার উপরে পড়া কাঁদামাটি হালকা বৃষ্টির পানিতে মিশে পরিনত হয়েছে মরন ফাঁদে।
স্থানীয়রা জানান, কালকে হালকা বৃষ্টি হওয়াই রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর কাল থেকে বেশ কয়েকটি ছোট ছোট দূর্ঘটনাও ঘটেছে।
এখনি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহন না করলে যে কোনো সময় হতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্হা নেওয়ার জন্য এলাকাবাসী বিশেষভাবে অনুরোধ করেছেন।