জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
ভোলা জেলায় সমস্ত এলাকাজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা, বোরাক যেন চোখে পরার মত।করোনাভাইরাস মহামারি যখন বাংলাদেশসহ সারা বিশ্ব থমথমে অবস্থা বিরাজমান তখন জনসমাগম এরিয়ে চলতে এবং গনপরিবহন ব্যাবহার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশে সমস্ত গনপরিবহন নিষিদ্ধ গোষনা করা হয়েছে।কিন্তু তা মানছেন না ব্যাটারিচালিত অটোরিকশা ও বোরাকগুলো।
ভোলা জেলার বিভিন্ন উপজেলায়,থানায়,পাড়ায়,মহল্লায় সব জায়গায় যেন ব্যাটারিচালিত যানবাহনে ছড়াছড়ি।এসব পরিবহন দিয়ে মানুষ অবাধে ঘুড়াফেরা করছেন।এতে প্রতিনিয়ত ঘটছে গনজমায়েত যা আমাদের জন্য করোনাভাইরাস মহামারি অবস্থায় ব্যাপক ঝুকিপুর্ণ।ভোলা জেলায় এসব ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবি।প্রশাসনের তীব্র দৃষ্টি প্রয়োজন এ বিষয়ে।
Please follow and like us: