জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
১৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান উপজেলা হল রুমে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের নির্বাচনের কাজ সম্পন্ন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে বোচাগঞ্জের ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯ টি ব্লকের মোট পচিঁশ হাজার ৩৮ জন কৃষকের তালিকা থেকে লটারির মাধ্যমে এক হাজার ৯ শত ৭০ জন কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক )ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দুনাথ রায় বলেন, কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫৭৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১ মেট্রিক টন ধান দিতে পারবে।
লটারির কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এইচ.এম তৌহিদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দুনাথ রায়, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু সহ ক্রয় কমিটির অন্যান্য সদস্য বৃন্দ এবং বোচাগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাসুদ জাহাঙ্গীর ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।