গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন কর্তৃক অফিসের নৈশ্য প্রহরী আব্দুর রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসীর ব্যানারে মঙ্গলবার দুপুরে শ’ শ’ মানুষ ওই মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষুব্ধ জনতা সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। মিছিল শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত: গত সোমবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন তার অফিসের নৈশ্য প্রহরী আব্দুর রাজ্জাককে (৫৬) অফিস কক্ষে ডেকে দরজা বন্ধ করে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।