গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে ২নং বারুহাস ইউনিয়নের ৬ ও ৭ নং বিনসাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিনসাড়া হাটকোলা মাঠ চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনে বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম প্রমূখ।
সম্মেলনে ৬ নং ওয়ার্ডে গাজী আব্দুল আজিজ সভাপতি এবং আলহাজ্ব তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক অনির্বাচিত হয়েছেন। ৭নং ওয়ার্ডে আব্দুল হান্নান প্রামানিক সভাপতি এবং নুরুল ইসলাম নুরাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।