গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
‘অনির্বাণ বাংলা’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে চলনবিলে বিজয় টিভি’র ৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির আয়োজনে শুক্রবার সকালে তাড়াশ মহিষলুটি এস এস প্লাজা বিজয় টিভির চলনবিল অফিসে দেশের বৃহত্তর জনপ্রিয় চ্যালেন বিজয় টিভি’র র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ-রায়গঞ্জের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু এবং তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ।
স্বাগত বক্তব্য রাখেন বিজয় টিভি’র চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস, সাধারন-সম্পাদক সাহেদ খান জয়, ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল জব্বার (বিদ্যুৎ), ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুড়া বিনোদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয় টিভির ৭ তম বর্ষে পদার্পন এর কেক কাটেন। অনুষ্ঠানে চলনবিলের গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।