গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে অবৈধ পুকুর খনন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা এলাকায় শ্রেণি পরিবর্তনের অনুমতি ছাড়াই পুকুর খনন করার দায়ে শহিদুল নামে এক ভেক্যু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ওইদিন বিকেলেই পৌর শহরের তাড়াশ বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি করার অপরাধে তিন দোকানীর কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, অভিযান চলমান থাকবে।
Please follow and like us: