গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে ভিজিডি ও ভিজিএফ প্রকল্পের গুদাম ভর্তি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেন নামে এক চাল ব্যবসায়ির গুদামে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। গুদামের সাটার ভেঙে ভিজিডি ও ভিজিএফ প্রকল্পের বস্তাভর্তি বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চাল খাদ্য গুদামে নেওয়া হবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।