গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বারুহাস ইউপির লাউশন গ্রামে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কৃষক আব্দুল মোন্নাফের বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন কৃষকের বসতঘরসহ সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওই কৃষকের ২টি গরু, ৪টি ছাগল, ৫০টি হাঁস-মুরগী ও ৮০ মণ ধানসহ ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মোন্নাফ জানান, গ্রামবাসী প্রান-পন চেষ্টা করেও আগুন নেভাতে ব্যার্থ হয়। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।