গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
বৃহস্পতিবার বিকেলে শহরের একটি হোটেলে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটি: সভাপতি জেহাদুল ইসলাম (যুগান্তর), সহ-সভাপতি অশোক ব্যানার্জি (বনিক বার্তা ), সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না (এনটিভি) , সহ-সাধারন সম্পাদক এইচ এম মোকাদ্দেস (যায়যায়দিন) , সাংগঠনিক সম্পাদক এইচ এম আলমগীর কবীর (খোলা কাগজ) , অর্থ সম্পাদক সুজন সরকার (সংবাদ প্রতিদিন ) , দপ্তর সম্পাদক সোহাগ হাসান জয় (আমাদের নতুন সময়) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অদিত্য রাসেল (রাইজিং বিডি) , সাহিত্য ও পাঠাগার সম্পাদক সিরাজুল ইসলাম শিশির (দীপ্ত টিভি) , প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম খান (আমাদের কন্ঠ) ,
সদস্য সৈয়দ শামীম শিরাজী (ইনকিলাব) , রেজাউল করিম (আমাদের অর্থনীতি) , আব্দুল মালেক (বিজনেস বাংলাদেশ )।