গোলাম মোস্তফা
তাড়াশে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে দিনব্যাপী এক এডভোকেসী সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি’র পৃষ্টপোশকতায় পরিবর্তন ও এনএসকেএফ যৌথভাবে সভাটির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, মানবাধিকার কমিশনের সভাপতি এম মামুন হুসাইন, এনডিপির সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, আয়োজক পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ।
Please follow and like us: