গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
চলনবিলের তাড়াশে বিনোদপুর-বস্তুল গ্রামীন সড়কের একটি ব্রিজের ছাদ ভেঙে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিরুপায় হয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবহন ও জনসাধারণ ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পাঁচ কিলোমিটার বিনোদপুর-বস্তুল গ্রামীন সড়কটির আর কোথাও কোনো রকমের খানাখন্দ নাই। অথচ ওই সড়কেরই কুসুম্বী গ্রাম এলাকায় একটি ব্রিজের ছাদের মাঝখানে ঢালাই অংশে সিমেন্টের পলেস্তারা উঠে লোহার রড বেরিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ছাইফুল ইসলাম, রবিউল করিম, মোকছেদ আলী, আব্দুল কুদ্দুস, রহমত মিঞা, শাহানা খাতুন প্রমূখ জানান, এলাকাভিত্তিক বিনোদপুর-বস্তুল গ্রামীন সড়কটির অনেক গুরুত্ব রয়েছে। দিন রাত ২৪ ঘন্টাই এই সড়ক দিয়ে বিভিন্ন যান্ত্রিকযানসমূহ ও জনসাধারণ চলাচল করে থাকে। গ্রামীণ এ সড়কটির বেহাল দশার কারণে চৌবাড়িয়া, বারুহাস, বিনোদপুর, কুসুম্বী, পলাশী, মনোহরপুর, বস্তুল, পঁওতা, লাউশনসহ আশ-পাশের গ্রামের মানুষেরা চরম বিপাকে পড়েছেন। দুর্ঘটনা এড়াতে তারা ওই ভাঙা অংশে গাছের ডাল দিয়ে বিপদ সংকেত জানিয়ে রেখেছেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আহমেদ আলী জয়যাত্রা টিভি’কে বলেন, ইতোমধ্যে ব্রিজটির ছাদের ভাঙা অংশ মেরামত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।