গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
শষ্য ভান্ডার ক্ষ্যাত চলনবিল অধ্যূষিত তাড়াশে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের ন্যায্য দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। এ অবস্থায় প্রতিমণ ধানের দাম নূন্যতম ২০০ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান কাটা হয়ে গেছে।
কৃষক আমীর আলী, রওসেন আলী, লাল চাঁন মিঞা, দুদু মিঞা আব্দুস ছাত্তার, অমরেশ উরাঁও, সূধীর উরাঁও, প্রমূখ জানান, গত বছর বোরো মৌসুমে প্রতিমণ ধানের দাম ছিলো ৯০০ থেকে ১০০০ টাকা। আর এ বছর বিক্রি করতে হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। শেষ পর্যন্ত দাম একইরকম থাকলে নিশ্চিত তাদের বোরো আবাদে লোকসান হবে ।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, উৎপাদন খরচের তুলনায় ধানের দাম বেশ কম। হঠাৎ করে দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।