গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ সারাদেশে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তাড়াশ উপজেলা মানবাধিকার কমিশন, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি ও পরিবর্তন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
মানবাধিকার কমিশনের সভাপতি এম. মামুন হুসাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন আয়োজক এনডিপি সংস্থার সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু,
বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম রহ্মত উল্লাহ, নারী নেত্রী রোকসানা খাতুন, শারমিন খাতুন, সংবাদ কর্মী গোলাম মোস্তফা প্রমূখ।
Please follow and like us: