গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
ঈদ-উল-ফিতর উপলক্ষে তাড়াশ বারুহাস ইউনিয়নের আসানবাড়ি গ্রামে রবিবার ও সোমবার ঢাক ঢোল বাজিয়ে ঐতিহ্যবাহী লাঠি-বাড়ি খেলার আয়োজন করেন ওই গ্রামের কৃষক হাফিজুর রহমান।
আসানবাড়ি গ্রামের আব্দুল ছাত্তার প্রামানিক, আব্দুল হক, শিহাব সরকার, ইউনুছ আলী, জোছনা খাতুনসহ অনেকে জানান, এলাকার ‘শ’ ‘শ’ নারী-পুরুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত মূহুর মূহুর করতালির মধ্য দিয়ে উপভোগ করেন দুইদিন ব্যাপী লাঠি-বাড়ি খেলা। নেচে গেয়ে খেলা দেখান আব্দুস সোবাহান, কোবাদ হোসেন, আসাদ আলী, শাহান আলী, মুকুল হোসেন, সাদ্দাত হোসেনসহ কমপক্ষে ২৫ জন লাঠি খেলোয়ার। শেষে পুরুস্কৃত করা হয় সব খেলোয়ারদের।
Please follow and like us: