গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রান্তিক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। রবিবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক প্রধান অতিথি থেকে ব্যক্তি পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ১৫০ জনের মাঝে স্প্রে মেশিন, আলমিরা ও জোড়া ব্রেঞ্চ বিতরণ করেন।
পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, আইবুর রহমান রাজন।
Please follow and like us: