গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের চাপায় আবিদুল হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উলিপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস সালামের ছেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবিদুল হাসান রাতে কোচিং শেষে বাই সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় উলিপুর মোড়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।