গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে জনাব আলী (৩৫) নামে সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামের জসমত আলীর ছেলে। বুধবার দুপুরে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ২টি প্রতারণা মামলায় সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্ণঘোষ গ্রামে অভিযান চালায়। দৌড়ে পালানোর সময় বিস্তীর্ণ মাঠের মধ্য থেকে গ্রেফতার হয় সে। বিকেলেই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: