গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে স্থানীয় জনগণের সঙ্গে এক আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করে তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (র:) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরাফত ইসলাম।
আরো বক্তৃতা করেন আ’লীগ মনোনিত প্রার্থী মো. মিজানুর রহমান মজনু, বিএনপি মনোনিত আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হাই চৌধুরী, এসআই শ্রী আনন্দ কুমার প্রমুখ।
এ সময় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ ও সাধারণ জনতা।