গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে আমন ধান কাটার ভরা মৌসুমে নিম্ন চাপের কারণে টানা ২৪ ঘণ্টার গুড়ি গুড়ি ও ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার ভোর থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিতে জমিতে থাকা রোপা আমন ধান একেবারে হেলে গেছে। জমিতে পানি আটকে থাকায় হেলে পড়া ধানের শীষ বেশির ভাগ নূয়ে পড়েছে। এদিকে রবিবার সকাল থেকে বৃষ্টি ছেড়ে গেলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে জমি থেকে কাটা ও মারাই করা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক। ধান কাটার পর্যাপ্ত শ্রমিকও পাচ্ছেন না তারা।
কৃষক আব্দুল আজিজ, রহমত মিঞা, ছলু প্রামানিক, এসহাক আলী, জিয়াউর রহমান জানান, মৌসুম জুড়ে লাগাতার বৃষ্টি, দমকা বাতাশ, বিভিন্ন রোগ বালাই এবং পাকা ধানে পোঁকা-মাকঁড়ের আক্রমনে এমনিতেই আশানুরুপ ফলন বঞ্চিত । এর পরেও ২৪ ঘন্টা বৃষ্টি আর আকাশে রোদ না থাকায় পাকা ধান ঠিকঠাক ঘরে তোলা নিয়ে অনেকটা শঙ্কায় রয়েছেন তারা। আর হেলে পড়া ধান কাটতে অনিহা প্রকাশ করছে কৃষি শ্রমিকরা। ফলে শ্রমিক সংকট তাদের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
বৃষ্টির কারণে রোপা আমন ধান নিয়ে কৃষকদের ভোগান্তির বিষয়ে একমত পোষণ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।